বান্দরবান:- বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে পরিচালিত ৬টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এর আগে বুধবার অভিযান চালিয়ে দুটি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রেজাউল করিম।
অবৈধ ইটভাটাগুলো হলো- ইউবিএম, এসবি ডব্লিউ, এমবি আই, ইবিএম ও ৭বিএম।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্সবিহীন দুটি ইটভাটা—এলাহি ব্রিকস ও সেভেন ব্রিকস ম্যানুফ্যাকচারিং গুঁড়িয়ে দিয়ে তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ কাজে সহযোগিতা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা।
এর আগে, পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতির কারণে পরিবেশ অধিদপ্তর বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে আহ্বান জানায় এবং হাইকোর্ট ৬টি অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ দেন।
অভিযানের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. রেজাউল করিম বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের অনুমোদন না থাকায় হাইকোর্টের নির্দেশে গতকাল দুটি ও আজকে চারটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। গুঁড়িয়ে দেওয়া ভাটাগুলোর মালিকরা যদি পুনরায় অবৈধ কার্যক্রম শুরু করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com