রাঙ্গামাটি:- পার্বত্য রাঙ্গামাটি শহরে গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে যুবলীগ নেতা মিজানকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃত মিজান রাঙ্গামাটি জেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতির সভাপতি।
রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: সাহেদ উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি শহরের বনরূপা বাজার থেকে তাকে গ্রেফতার করাহয়।
পুলিশে জানায়, মিজান গ্রেফতারের পূর্বমুহুর্ত পর্যন্ত পতিত সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে সার্বক্ষনিকভাবে যোগাযোগ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলো। বিষয়টি তার মুঠোফোনের মাধ্যমেও নিশ্চিত হয় পুলিশ।
কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, মিজানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তারা তদন্ত করে দেখছেন। এছাড়াও মিজানের আয় নিয়েও খোঁজ করছে অন্য আরেকটি সংস্থা।
আটকের পর তার মুঠোফোন চেক করে সে রাঙ্গামাটির সাবেক পৌর মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধূরীর সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখে দলীয় কার্যক্রম পরিচালনা করতো এবং মিজান ইতোমধ্যেই পাসপোর্ট ভিসা করে দেশ ত্যাগের প্রস্তুতিও নিচ্ছিলো এমন তথ্যও পাওয়া গেছে বলে জানায় পুলিশ ।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com