রাঙ্গামাটি:- নিজস্ব জাতি সত্তার অস্তিত্বের লড়াই, সামাজিক, সাংস্কৃতি, শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়ন জোরদার করার লক্ষে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় বেতবুনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এক আলোচনাসভার আয়োজন করে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা।
সংগঠনের জেলা শাখার আহ্বায়ক সাজাই মং মারমার সভাপতিত্বে ও সদস্যসচিব উথোয়াই মং মারমার সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুবেল মারমা।
সভায় বক্তারা বলেন, একটি গোষ্ঠীকে প্রতিষ্ঠিত করতে গিয়ে পার্বত্য অঞ্চলে মারমা সম্প্রদায়সহ ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোকে সকল সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও মামরা সম্প্রদায়ের সাথে সীমাহীন বৈষম্য করা হচ্ছে। ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে বাদ দিয়ে সকল সুবিধা কেবল একটি গোষ্ঠীর মাঝে সীমাবদ্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে।
সংগঠনের খাগড়াছড়ি জেলার সাংগঠনিক সম্পাদক রুবেল মারমা হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, কোন গোষ্ঠী যদি পার্বত্য অঞ্চলে মারমা সম্প্রদায়ের অগ্রযাত্রা রুখে দেয়ার চেষ্টা করে তাদেরকে রাজপথে শক্ত হাতে মোকাবেলা করা হবে।
সভা শেষে সাজাই মং মারমা সভাপতি, উথোয়াই মং মারামা সাধারণ সম্পাদক ও হ্লাসিং মং মারমাকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে আগামী তিন বছরের জন্য ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com