রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাউখালীতে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় ১০২ বছর বয়সী লাল মিয়ার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে উপজেলার বেতবুনিয়া গোধার পাড় এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাল মিয়ার বাড়ি কুমিল্লা জেলার মুরানগর থানার রামধনু মোড়া গ্রামে।
লাল মিয়ার নাতি মো. মুরাদ জানান, দুই দিন আগে নানা আমাদের বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার দুপুরে নামাজ পড়তে মসজিদে যাওয়ার জন্য রাস্তা পার হতে গেলে চট্টগ্রামগামী মোটর সাইকেল (চট্ট মেট্রো ল -১৯-৭৪১২) এর সাথে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন ও মোটরসাইকেল আরোহী নানাকে উদ্ধার করে প্রথমে রাউজানের একটি হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
তিনি আরও বলেন, আমিও একজন ড্রাইভার। কোন ড্রাইভার ইচ্ছে করে কাউকে চাপা দেয় না। আর মামলা করলে তো আর মানুষটাকে ফিরে পাবো না। তাই ময়না তদন্ত ছাড়া নানার লাশটি নেওয়ার চেষ্টা করছি।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সাইফুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি আমরা শুনেছি। বৃদ্ধের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছে। নিহতের পরিবারের সেখানে আছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়ার জন্য থানায় আসতে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com