ডেস্ক রির্পোট:- অভিনেত্রী শবনম ফারিয়া বরাবরই খুব স্পষ্টবাদী। যা ন্যায় মনে করেন তা প্রকাশ করতে কুণ্ঠাবোধ করেন না। বিশেষকরে এই অভিনেত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হরহামেশাই দেশ, রাজনীতি, আশেপাশের মানুষ নিয়ে নিজের মত প্রকাশ করতে দেখা যায়। জুলাই ছাত্র আন্দোলনের সময় তিনি ছাত্রদের পক্ষে নিজের অবস্থান জানান দেন। অন্যদিকে বর্তমান সময় কোনও কিছু ভালো না লাগলেও সেটি প্রকাশ করেন। সম্প্রতি রাজনীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ফেসবুক পোস্টে ফারিয়া লিখেছেন, এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেবো, জানি না। এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে জুলাই সিডিআই লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে। এরপর তিনি অনেকটা দুঃখ করেই লিখেছেন, মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি। কিছু বললেই এক পক্ষ বলে, ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে? অন্য পক্ষ বলে, ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন! এই অভিনেত্রী আরও লিখেছেন, এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাবো আমরা? হে আল্লাহ, রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com