রাঙ্গামাটি:- জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উপলক্ষে অসহায়, দুস্থদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (২৮ জুলাই) দুপুর ২টা হতে বিকাল ৫টা পযর্ন্ত চট্টগ্রাম নৌ অঞ্চলের অধীনে রাঙ্গামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় দুস্থ গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
কাপ্তাই ৪নং ইউনিয়নের নতুন বাজার, ঢাকাইয়া কলোনি, লকগেট, স্বার্ণটিলা, বিএফআইডিসি টিলা, শিল্পএলাকা, মুরগীর টিলা, কেপিএম টিলা,বাঁশকেন্দ্রসহ বিভিন্ন ওয়ার্ড হতে হতে ২ শতাধিক রোগী চিকিৎসা নিতে আসে। চিকিৎসা নিতে আসা আনোয়ার,মোল্লা,শাহাদাৎ, জেসমিন ও আলেয়া জানান, নৌবাহিনীর এই ফ্রি চিকিৎসা সেবা পেয়ে তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করে।
চিকিৎসা প্রদান করে বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি কাপ্তাই শহীদ মোয়াজ্জেম এর সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লে. কমান্ডার নাজিয়া জেবিন জুলহাস, বিএন এবং মেডিকেল অফিসার সার্জন লে. সাদী মো. জুবায়ের, বিএন এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।
নৌবাহিনী জানায়, বাংলাদেশ নৌবাহিনী দেশের জনগণের কল্যাণে সর্বদা তাদের পাশে রয়েছে এবং এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিত করে যাচ্ছে। এটি নৌবাহিনীর মানবিক ভূমিকারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com