রাঙ্গামাটি :- রাঙ্গামাটি জেলা পরিষদের পেছনের এলাকায় একটি বসতঘরের ওপর দেয়াল ধসে পড়েছে। এতে আহত হয়েছে ওই ঘরে থাকা মা–ছেলে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। দেয়াল ধসের ঘটনায় আহতরা হলেন ওই এলাকার মো. জসিমের স্ত্রী রোজি আক্তার (৩৫) ও ছেলে মো. রানা (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার জেলা পরিষদের পেছনের দেয়াল ধসে একটি টিনশেড বসতঘরের ওপরে পড়ে। এতে ঘরটি ভেঙে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনায় আহত ওই পরিবারের মা–ছেলেকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহত পরিবারকে চিকিৎসার জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করে উপজেলা প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, বসতঘরের ওপর দেয়াল ধসের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে চিকিৎসার জন্য প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী আশ্রয়কেন্দ্র হিসেবে রাণী দয়াময়ী স্কুল প্রস্তুত করা হয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com