ডেস্ক রির্পোট:- থাইল্যান্ডের সঙ্গে কম্বোডিয়ার এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৪ জনই থাইল্যান্ডের নাগরিক বলে জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দ্বিতীয় দিনের মতো রক্তক্ষয়ী সংঘর্ষ চলমান রয়েছে। এদিন উভয় দেশ ভারী কামান ও রকেট হামলা চালাচ্ছে।
কর্তৃপক্ষ বলছে, এই সহিংসতার ফলে সীমান্তের উভয়পাশে বসবাসকারী ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।
থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই বলেন, সংঘাতের পরিস্থিতি আরো খারাপ হচ্ছে যা সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে। অন্যদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আসিয়ানের চেয়ারপার্সন আনোয়ার ইব্রাহিমের উত্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট।
থাইল্যান্ড প্রাথমিকভাবে সম্মত হলেও পরে যুদ্ধবিরতির প্রস্তাব থেকে সরে এসেছে উল্লেখ করে একে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বর্তমান এই সংঘাত বন্ধের মূল চাবিকাঠি হলো থাই পক্ষের এই যুদ্ধবিরতি মেনে নেওয়া।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com