খাগড়াছড়ি:- খাগড়াছড়ির দীঘিনালায় কবাখালী ইউনিয়নের জাম্বুড়া পাড়ায় সাপের কামড়ে রেকসন চাকমা (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
জানা যায়, শনিবার রাত আনুমানিক ২টার দিকে অত্যন্ত বিষধর কালাচ সাপ কামড় দেয়। সাপে কাটার পর প্রথমে পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে ওঝা দিয়ে প্রাথমিক চেষ্টা চালান। পরে অবস্থার অবনতি হলে রোববার খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রেকসন চাকমা হাজাছড়া জোড়াব্রিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
খাগড়াছড়ির সিভিল সার্জন মোহাম্মদ ছাবের জানান, শিশুটি মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত এন্টি ভেনাম আছে। সাপে কাটার পর যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে আসা উচিত।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com