রাঙ্গামাটি:- রাঙ্গামাটি শহরের গুরুত্বপূর্ণ স্থানের দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি। সেই গ্রাফিতিতে ঠাঁই পেয়েছে জুলাই বিপ্লবের বিজয় গাথা।
শনিবার (১৯ জুলাই) সকাল থেকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষকরা গ্রাফিতি আকাঁয় অংশ নিয়েছেন।
শিক্ষার্থীরা রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলছে জুলাই বিপ্লবের ইতিকথা। কোথাও স্বৈরচারী শাসকের ভয়ানক থাবার কথা, কোথাও বেদনাবিস্মৃত দু:সহ স্মৃতির কথা ফুটিয়ে তোলা হচ্ছে তুলি আঁচড়ে।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্দেশে শনিবার সকাল থেকে জেলা শহরের দেয়াগুলোতে গ্রাফিতি আঁকা হচ্ছে বলে জানা গেছে।
গ্রাফিতি আঁকায় অংশ নেওয়া শিক্ষার্থী রীনা চাকমা এবং তোবারক হোসেন বলেন, আমাদের শিক্ষকদের নির্দেশনা মেনে গ্রাফিতি কাজে অংশ নিয়েছি। খুব ভাল লাগছে এ কাজ করতে পেরে।
গ্রাফিতি কাজে অংশ নেওয়া রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক মো. কবির আলম বলেন, স্থানীয় প্রশাসনের নির্দেশে জেলার ২৪টি স্কুলের কয়েশো শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকারা এ গ্রাফিতা আঁকায় অংশ নিয়েছে।
শাহ বহুমুখী উচ্চবিদ্যালয় সহকারী শিক্ষক মো. নুরুল ইসলাম বলেন, প্রশাসনের নির্দেশনা মেনে আজকে সারাদিন স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষক- শিক্ষিকারা এ কাজে অংশ নিয়েছে। শহরের বিভিন্ন এলাকায় গ্রাফিতি আঁকা হচ্ছে বলেন জানান এ শিক্ষক।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com