রাঙ্গামাটি:- অন্তর্বর্তীকালীন সরকারের পরাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, পার্বত্য চুক্তির ছোট ছোট সমস্যাগুলো সমাধান করছি, বড় সমস্যাগুলো সমাধানের পথ খুঁজছি। শনিবার (১৯ জুলাই) দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রেস্ট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তিসহ অনেকগুলো বিষয়ের উপর অত্যন্ত সহজ ও সুন্দরভাবে কমিটির সদস্যদের নিয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন এটা একটা পুরাতন বিষয় আর এটা আমাদের প্রথম মিটিং। আসলে এই মিটিংয়ে আমরা তেমন এগুতে পারিনি। তাই এ বিষয়ে খুব শিগগরই আরেকটি মিটিং দেওয়া হবে।
এর আগে সকাল ১০টায় পার্বত্য পরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ বিষয়ক কমিটির আহবায়ক তৌহিদ হোসেনের সভাপতিত্বে ৮ সদস্য বিশিষ্ট সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
এ বৈঠকে অংশ নেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্ত নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান ও সিনিয়র সচিব সুদত্ত চাকমা,আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা,পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব মঙ্গল চন্দ্র পাল ও পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের উপসচিব সামছুল হকসহ স্থানীয় সরকারি বেসরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাগণ এ সভায় অংশ গ্রহণ করেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com