রাঙ্গামাটি:- পার্বত্য শান্তি চুক্তিসহ পার্বত্য চট্টগ্রামের বৈষম্যমূলক আইনগুলো সংশোধনে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতৃবৃন্দ।
বৃহষ্পতিবার (১৭ জুলাই) রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের প্রতিনিধি সম্মেলনে এ দাবি জানানো হয়।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙ্গামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহা সচিব আলমগীর কবির, স্থায়ী কমিটির সদস্য আব্দুল কাইয়ুম, মাওলানা আবু বকর ও মোরশেদা আক্তার, খাগড়াছড়ি জেলা সভাপতি মোঃ লোকমান হোসেন, রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম। সভা পরিচালনা করেন জেলা যুগ্ন সম্পাদক মোঃ সেলিম উদ্দিন।
আলোচনায় বক্তারা আরো বলেন, বৈষম্য বিরোধী চেতনা নিয়ে গঠিত অন্তবর্তী কালীন সরকারের এক বছর শেষ হতে চললেও এ সরকার পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বাঙালির মধ্যে বৈষম্য নিরসন করতে পারেনি। উল্টো এ সরকারের অধিনে গঠিত জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ডে বাঙালিদের অধিকার বঞ্চিত করা হচ্ছে।
এসব প্রতিষ্ঠানের উন্নয়নে সমতা নেই অভিযোগ করে নেতৃবৃন্দ বলেন, জুলাই বিপ্লবের পর পার্বত্যবাসী আশা করেছিল পাহাড়ের সকল ধরনের বৈষম্য নিরসন হবে কিন্তু অন্তবর্তী কালীন সরকার পার্বত্যবাসীকে হতাশ করেছে। সরকারের উপদেষ্টা পরিষদের কতিপয় সদস্য এবং সংস্কার ও জাতীয় ঐক্যমত কমিশন পার্বত্য চট্টগ্রাম বিষয়ে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত ও বক্তব্য দিয়ে যাচ্ছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই পাহাড়ে বিরাজমান বৈষম্য নিরসনে উদ্যোগ না নেয়া হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হুশিয়ারী দেন বক্তারা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com