খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা সদরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আদালত সড়ক, ভাঙ্গাব্রীজ ঘুরে শাপলা চত্বর মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে করে শেষ হয়।
সমাবেশে ওয়াপাইং মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ- শিক্ষার্থী উক্যনু মারমা, কবিতা চাকমা, নিশি ত্রিপুরা, দেবাশীষ চাকমা, তুষাণ চাকমা ও উজ্জ্বল মারমা।
এসময় পাহাড়ি সম্প্রদায়ের উপর এমন নিন্দনীয় সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ জানিয়ে বক্তারা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নয়তো পাহাড়ে আগুণ জ্বলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এর আগেও খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে সংঘাত, অপ্রীতিকর, দ্বন্দ্বের রেশ কাটতে না কাটতেই এ ধরনের ঘটনায় আবারও অশনি সংকেত দেখা দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় বাঙালীরা।
ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলার নেতাকর্মীরাও।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com