রাঙ্গামাটি:- ভেজাল চাল বিতরণ থেকে শুরু করে চেক জালিয়াতি, সরকারি চাল আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহার, মেয়ের নামের লাইসেন্স দিয়ে ব্যবসা পরিচালনাসহ একাধিক গুরুতর অভিযোগ রাঙ্গামাটির নানিয়ারচরে খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) ক্যাচাথুই মারমার বিরুদ্ধে ।
রোববার (১৩ জুলাই) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে এই অনিয়মের বহু প্রমাণও মিলেছে।
অভিযানে নেতৃত্ব দেন নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান, পিএসসি। তার সঙ্গে ছিলেন জোন স্টাফ অফিসার মেজর মোঃ আসিফুর রহমান, পিএসসি ও নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম।
অভিযান পরিচালনাকারী সেনা কর্মকর্তারা জানান, অভিযানে অভিযোগের একাধিক সত্যতা মিলেছে। খাদ্য গুদামে সরজমিনে পরিদর্শনের সময় অনেক চালের বস্তায় ওজনে ঘাটতি পাওয়া যায়। নিম্নমানের আতপ চালের বস্তা সরকারি চাল হিসেবে মজুদ করা ছিল। তিনি জানান, এই কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তদন্তে বেশ কিছু প্রমাণ মিলেছে।
বিষয়টি নানিয়ারচরের ইউএনও, জেলা খাদ্য কর্মকর্তা, দুদক ও থানা পুলিশকে জানানো হয়েছে। যারাই এই দুর্নীতির সঙ্গে যুক্ত, কাউকেই ছাড় দেওয়া হবে না। বলে হুঁশিয়ারি করেছেন অভিযানের নেতৃত্বদানকারী লে. কর্নেল মশিউর রহমান।
সাবেক্ষ্যং ইউনিয়নের বাসিন্দা উত্তম চাকমা জানান, ভিজিডি, ভিজিএফ ও টিসিবির চালের বস্তায় এমন নিম্নমানের চাল থাকে, যা খাওয়ার অযোগ্য।
নাম প্রকাশ না শর্তে অপর এক চাল ব্যবসায়ী জানান, সরকারি ভিয়েতনাম চালের বদলে রানীরহাট থেকে আতপ চাল কিনে গুদামে রাখা হয় এবং সেগুলোই বিতরণ করা হয়। এছাড়াও খাবার অযোগ্য ভেজাল ও নিম্নমানের চাল বিতরণ, সরকারি চাল থেকে প্রতি বস্তায় ২-৩ কেজি করে সরিয়ে রাখা, চাল পরিবর্তন করে আতপ চাল বিতরণ, মেয়ের নামে নিজের চাল ব্যবসা পরিচালনা, চেক জালিয়াতি ও অনৈতিক লেনদেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বহাল তবিয়তে অনিয়ম করার সাহস পেয়েছেন ২০১৮ সাল থেকে তৎকালীন ক্ষমতাসীন দলের জেলা পরিষদ চেয়ারম্যানের ঘনিষ্ঠ আত্মীয় পরিচয়ের কারনে। জেলা পরিষদের পলাতক চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর প্রভাব খাটিয়ে এসব অনিয়ম চালিয়ে আসছেন ওসি এলএসডি ক্যাচাথুই মারমা।
এই ঘটনাটি পাহাড়ে প্রশাসনিক দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবের ভয়াবহ বাস্তবচিত্র তুলে ধরেছে, যা গোটা অঞ্চলের জন্য অশনি সংকেত। দুর্নীতির এই চক্র ভেঙে দিতে দ্রুত তদন্ত ও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে সেনাবাহিনী। এলাকাবাসীও দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com