রাঙ্গামাটি:- রাজধানীর মিটফোর্ডে লাল চাঁদ ওরফে সোহাগ নামের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙ্গামাটির ছাত্র-জনতা। শনিবার বিকেলে শহরের বনরূপা জামে মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন, “খুন, চাঁদাবাজি আর নয়!” “সকল হত্যাকান্ডের বিচার চাই!” “বর্বরতার বিরুদ্ধে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ!”
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা নুরুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মো. ইমাম হোছাইন ইমু, কৃষি ইন্সটিটিউটের ছাত্রনেতা মো. জালাল উদ্দীন, রেড জুলাইয়ের সহ মুখপাত্র সাদিয়া ইসলাম সায়েদা, এনসিপি রাঙামাটির যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান প্রমুখ।
সমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, এই নৃশংস ও বিচারহীনতার বাংলাদেশ দেখার জন্য আমাদের ছাত্র জনতা আপনাদের ক্ষমতায় বসায়নি। চাঁদা না পেয়ে সারাদেশে প্রকাশ্য দিবালোকে মানুষ খুন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, এই বাংলাদেশ দেখার জন্য জুলাই অভ্যুত্থানে আমাদের ভাই বোনরা নিজেদের প্রাণ উৎসর্গ করেনি। আপনারা যদি এই নতুন বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল বাংলাদেশ হিসেবে গড়তে না পারেন, তবে ক্ষমতার মসনদে বসে থাকার কোন অধিকার নেই।
তাঁরা আরো বলেন, আমরা আজ রাজপথে নেমেছি ন্যায়বিচারের দাবিতে। যারা নিরীহ মানুষকে খুন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পায়ের রগ কেটে হত্যা-এটা কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না। বিচারহীনতার সংস্কৃতিই আজকের এই নৃশংসতার মূল কারণ। আমরা এই চক্রের বিচারের দাবিতে নো টলারেন্স ঘোষণা করছি।
যে রাষ্ট্রে খুনের বিচার হয় না, সেই রাষ্ট্রে নিরাপত্তার নিশ্চয়তা থাকে না। আমাদের পক্ষ থেকে আমরা এই নৃশংসতার বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিচ্ছি। আমরা ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত থামব না। সমাবেশ থেকে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।
তাঁরা আরো বলেন, আমরা আজ রাজপথে নেমেছি ন্যায়বিচারের দাবিতে। যারা নিরীহ মানুষকে খুন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পায়ের রগ কেটে হত্যা-এটা কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না। বিচারহীনতার সংস্কৃতিই আজকের এই নৃশংসতার মূল কারণ। আমরা এই চক্রের বিচারের দাবিতে নো টলারেন্স ঘোষণা করছি।
যে রাষ্ট্রে খুনের বিচার হয় না, সেই রাষ্ট্রে নিরাপত্তার নিশ্চয়তা থাকে না। আমাদের পক্ষ থেকে আমরা এই নৃশংসতার বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিচ্ছি। আমরা ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত থামব না। সমাবেশ থেকে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com