রাঙ্গামাটি:- কয়েকদিনের ভারী বৃষ্টিতে কাপ্তাই লেকে প্রায় ১০ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এর সাথে সাথে বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনও বেড়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বশীল একটি সূত্র গতকাল রাতে জানায়, রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী কাপ্তাই লেকে এখন পানি থাকার কথা ৮৫.২৮ ফুট মীন সী লেভেল। কিন্তু লেকে এখন পানি রয়েছে ৯৬.০১ ফুট মীন সি লেভেল। কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে এখন সব গুলো ইউনিট সচল রয়েছে। লেকে পানি কম থাকলে সাধারণত সব গুলো ইউনিট একযোগে চালু করা হয় না। পরিমাপের চেয়ে প্রায় ১১ ফুট পানি বেশি থাকায় বিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট চালু রাখা হয়েছে। ৫টি ইউনিট থেকে ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। যার পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে বলে জানা গেছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com