বান্দরবান:- বান্দরবানের লামায় তিন বছরের শিশুকে নির্যাতনের দায়ের নজরুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু দমন ট্রাইব্যানাল আদালত। একই সাথে ১ লক্ষ টাকার জরিমানাসহ অনাদায়ে আরো যাবজ্জীবন রায় ঘোষণা দেন।
আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়েশা এই রায় দেন।
দন্ডপ্রাপ্ত আসামী- মোঃ নজরুল ইসলাম প্রকাশ বেচু (২৯), লামা উপজেলার চেয়ারম্যান পাড়া গ্রামে জিয়াবুল হকের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৮ মার্চ সকালে ভিকটিম শিশুকে বিস্কুট প্রলোভন দেখিয়ে এক সকিনে ঘরে ভিতর নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক নির্যাতন করতে থাকে আসামী মোঃ নজরুল ইসলাম। শিশুটির কান্না শুনতে পেয়ে তার নানী দৌড়ে ঘরে ভেতরে গেলে আসামী দৌড়ে পালিয়ে যায়।
পরে শিশুটির বাবা বাড়িতে এসে ঘটনার বিষয়ে জানাজানি হলে এলাকাবাসীর সহযোগিতায় লামা থানায় শিশু নির্যাতন আইনে অভিযোগ দায়ে করেন। ঘটনাটি তদন্ত শেষে আদালতে প্রমাণিত হওয়ায় আসামী নজরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও অনাদায়ের ১ লাখ টাকা জরিমানাসহ কারাদণ্ড আদেশ দেন আদালত।
সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বেঞ্চ সহকারী মোঃ মাঈনুল ইসলাম বলেন, তিন বছরের শিশুকে নির্যাতনের অপরাধে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও অনাদায়ে এক লাখ টাকা জরিমানাসহ রায় দিয়েছেন আদালত।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com