ডেস্ক রিপোট:- দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) হামিদুল হকের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছিলেন আদালত। তবে দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম আজ মঙ্গলবার বলেছেন, অবরুদ্ধ হওয়া ব্যাংক হিসাবগুলো ডিজিএফআইয়ের, সংস্থাটির সাবেক মহাপরিচালক হামিদুল হকের নয়।
দুদক কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, ডিজিএফআইয়েরর চারটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট প্রতিষ্ঠানের নামে না হয়ে ধারাবাহিকভাবে প্রতিষ্ঠান প্রধানের নামে হওয়ায় করণিক ত্রুটির কারণে এগুলো ব্যক্তিগত ব্যাংক হিসাব হিসেবে অবরুদ্ধ হয়েছে। এটি একটি তথ্যসূত্রগত ত্রুটি, যা সংশোধন করা হবে।
দুদক গতকাল লিখিতভাবে আদালতকে জানিয়েছিল, হামিদুল হকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তিনি তাঁর ব্যাংক হিসাবের টাকা উত্তোলনের চেষ্টা করছেন। হিসাবগুলো অবরুদ্ধ করার আদেশ চায় দুদক। শুনানি নিয়ে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন ওই চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।
এর আগে গত ২১ এপ্রিল মেজর জেনারেল (অব.) হামিদুল হকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।
গাজী হাফিজুর রহমানের সম্পদ ক্রোকের আদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) গাজী হাফিজুর রহমানের (লিকু) সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁর তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন সোমবার এ আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, উত্তরায় গাজী হাফিজুর রহমানের একটি প্লট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এর বাইরে তাঁর তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ হয়েছে।
এর আগে গত ১৪ জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে গাজী হাফিজুর রহমানের (লিকু) বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় বলা হয়, গাজী হাফিজুর রহমান লিকুর ৩৩টি ব্যাংক হিসাবে ১৪৪ কোটি ৫৯ লাখ টাকা লেনদেন হয়েছে। এ ছাড়া তাঁর স্ত্রী রহিমা আক্তারের ৯টি ব্যাংক হিসাবে ১২ কোটি ৭৪ লাখ ১৩ হাজার টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
সাবেক প্রধান প্রকৌশলীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
এর বাইরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী হযরত আলীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদক আদালতকে লিখিতভাবে বলেছে, তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। শুনানি নিয়ে আদালত তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
সংশোধনী:
দুদকের আবেদন ও তার পরিপ্রেক্ষিতে আদালতের আদেশ হওয়ায় সোমবার (৭ জুলাই, ২০২৫) এই প্রতিবেদন প্রকাশিত হয়েছিল ‘ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক হামিদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ’ শিরোনামে। তবে দুদক আজ মঙ্গলবার ((৮ জুলাই, ২০২৫) তাদের ত্রুটির কথা জানানোর পর প্রতিবেদনের শিরোনাম ও ভেতরের তথ্য সংশোধন করা হলো। সূত্র : প্রথম আলো
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com