খাগড়াছড়ি :- খাগড়াছড়ি জেলার দূর্গম লক্ষীছড়ি উপজেলা ডিপি পাড়া এলাকার বাইন্যাছোলা ব্রিজের নিকট মোছলেম উদ্দিন নামে এক দরিদ্র কৃষক মারধরের শিকার হয়েছে। বুধবার রাতে এই মারধরের ঘটনা ঘটেছে। জিয়া নামে এক সন্ত্রাসী দল বল নিয়ে তাকে আক্রমন করেছে বলে তিনি জানান। ভয়ে ওই কৃষক কারো নিকট বিচার প্রার্থী হয়নি। বিগত কয়েক মাস ধরে জিয়া (বুছিক্কা ) নামে এই যুবক এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।তার একটি পেঠোয়া বাহিনী রয়েছে। কিছুদিন আগে সেই তার বাহিনী নিয়ে পারভেজ নামে অপর এক ব্যক্তিকে বেদম প্রহার করে। সেই কথায় কথায় সাধারণ মানুষের গায়ে হাত তোলে। তারা সংখ্যায় ৮/১০ হওয়ায় ভয়ে কেই কথা বলে না। তার সঙ্গে রয়েছে খুশিয়া , করিম্যা, আজম , পুথিয়া ,হাকিম্যা, মনসুর ও আজগর । এরা লক্ষীছড়ির ৬ নং ওয়ার্ডে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা দলবদ্ধ ভাবে একটি মাদ্রাসার রাস্তাও বন্ধ করে দিয়েছে। তাদের এই ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদের সংঘবদ্ধতার কারণে ভয়ে কেউ আইনের আশ্রয়ে যেতে পারছেনা বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্ত ভোগি জানায়। এলাকার শান্তি প্রতিষ্ঠার স্বার্থে এই ত্রাস সৃষ্টিকারিদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি উঠেছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com