রাঙ্গামাটি:- রাঙ্গামাটির নানিয়ারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিকী পরীক্ষার প্রশ্নপত্র ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
বুধবার (২ জুলাই) অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষায় প্রশ্নপত্রে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ সম্পর্কিত দুটি প্রশ্ন থাকায় সামাজিক মাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।
একটি সৃজনশীল প্রশ্নে ছিল ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সম্পর্কে যা জানো লিখো।’ অপর একটি বহুনির্বাচনী প্রশ্নে ছিলো “বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নামের দেশের প্রথম স্যাটেলাইট মহাকাশ যানটি কবে উৎক্ষেপণ করা হয়?’ তবে বিতর্কের মূল কারণ বর্তমানে স্যাটেলাইটটির এই নাম আর সরকারিভাবে বিদ্যমান নেই।
২০২৫ সালের ৩ মার্চ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ রাখা হয়েছে। প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এবং প্রধান উপদেষ্টার অনুমোদিত ছিল।
নানিয়ারচর উপজেলার বাসিন্দা রাঙ্গামাটি জেলার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট মো. মাসুম বলেন, এই ধরনের প্রশ্ন আসা মানে সেই পুরনো স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ।
তবে এ বিষয়ে জানতে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তার এ বিষয়ে কোন প্রকার বক্তব্য দিতে রাজি হয়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে শেখ হাসিনা সরকারের পতনের পর শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
এই সরকার রাষ্ট্র কাঠামোয় ব্যাপক সংস্কার আনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের নামে থাকা বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করা হয়। এর ধারাবাহিকতায় দেশের একমাত্র স্যাটেলাইটটির নামও পরিবর্তন করা হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com