কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই :- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে অদ্য মঙ্গলবার (২৪ জুন) মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাদক থেকে দুরে থাকার আহবান জানিয়ে মাদক বিরোধী এই সেমিনারের আয়োজন করে ৪১ বিজিবি ওয়াগ্ধসঢ়;গাছড়া জোন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস্ধসঢ়;। ৪১ বিজিবির মেডিক্যাল অফিসার মেজর এস এম আশিকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রুপক কান্তি বিশ্বাস এবং ওয়াগ্ধসঢ়;গাছড়া জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ লতিফুল বারী। মাদক বিরোধী সেমিনারে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের সকল শিক্ষার্থী এবং শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী বলেন, মাদক গ্রহণ সাময়িক আনন্দ দিলেও এর প্রভাব থাকে দীর্ঘ মেয়াদী। একবার মাদকের সংস্পর্শে আসলে আর রক্ষা নাই। মাদক মানুষের কর্মক্ষমতা হ্রাস করে, দাম্পত্য জীবনে অশান্তি আনে, হতাশা এবং অবসাদে জীবন তীলে তীলে শেষ হয়ে যায়। মাদকের প্রভাবে আষক্ত হয়ে কেউ কেউ আত্মহত্যাও করে থাকে। তিনি বলেন এই পৃথিবীতে সব কিছুর কমবেশি উপকারিতা থাকলেও একমাত্র মাদকের ক্ষেত্রে কোন উপকারিতা নেই। কাজেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে আমাদের সবাইকে মাদক থেকে দুরে থাকতে হবে। অনুষ্ঠানে উপস্থিত সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের সকল ছাত্রছাত্রী একযোগে মাদক থেকে দুরে থাকার অঙ্গীকার করেন। এবং অন্য কেউ যাতে মাদকের সংস্পর্শে না আসে সে জন্য তারা অন্যদেরও উদ্বুদ্ধ করবেন বলে জানান। ৪১ বিজিবির পক্ষ থেকে উপস্থিত সবাইকে মাদক বিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। শিক্ষার্থীরা নিজেরা এই লিফলেট পড়বেন এবং অন্যদেরও পড়তে উদ্বুদ্ধ করবেন বলেও জানান। পাশাপাশি
বিজিবির পক্ষ থেকে মাদক বিরোধী সেমিনারের আয়োজন করায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের সকল শিক্ষার্থী মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হতে পেরেছেন বলেও শিক্ষার্থীরা জানান।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com