রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউপিএফ-এর সদস্যদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর অভিযানে তিন ইউপিডিএফ সন্ত্রাসী আটক ও তাদের কাছ থেকে একটি এসএমজি, গুলি, বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র-শস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একটি বিশ্বস্ত সূত্র এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।
বিশ্বস্ত সূত্র জানায়, গতকাল ২৩ জুন সন্ধ্যা ৬টায় রাঙ্গামাটি জেলার ফুরোমন সেনাবাহিনীর ক্যাম্প থেকে একটি পেট্রোল (সেনাটহল) বের হয়। এই পেট্রোলটি বের হবার পর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে ইউপিডিএফ-এর একটি অজ্ঞাত নাম্বার থেকে ইউপিডিএফ’র কমান্ডার পরিচয় দিয়ে পেট্রোল কমান্ডারকে এলাকা ছেড়ে যাওয়ার জন্য হুমকি দেয়। সেনাবাহিনীর ওই পেট্রোল কমান্ডার ইউপিডিএফ’র হুমকিতে এলাকা ছেড়ে না গিয়ে তিনি ইউপিডিএফকে চ্যালেঞ্জ করেন।
একই সময়ে সেনাবাহিনীর অন্যান্য ক্যাম্প থেকে আরো পেট্রোল বের হয়ে এসে কুতুকছড়ি ব্লকড করে বা ঘিরে ফেলে বিভিন্ন এলাকায় তল্লাসি চালাতে থাকেন। ভোর ৪টার দিকে সেনাবাহিনীর দলটি স্থানীয় মইনপাড়া স্কুলে রেইড (অভিযান) করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়।
এই গোলাগুলিতে টিকতে না পেরে ইউপিডিএফ’র সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় সেনাবাহিনীর একজন সৈনিক হাতে গুলিবিদ্ধ হয়ে সামান্য আহত হন। আহত সৈনিককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়।
ঘটনাস্থল থেকে অস্ত্র সহ তিন ইউপিডিএফ সন্ত্রাসীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি এসএমজি রাইফেল, ১২টি বিস্তলের গুলি, ৪৬টি রাইফেলের গুলি ও বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র-শস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয় বলে জানা যায়।ৃ
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com