রাঙ্গামাটি:- পুলিশের সুন্দর ব্যবহার ও সৌজন্যেতা দেখিয়ে সেবা প্রত্যাশিদের মন জয় করার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (এডিশনাল আইজিপি) হাসিব আজিজ, বিপিএম। রবিবার সকালে রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং সেন্টার(পিএসটিএস) ১৭তম ট্রেইনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) সেপ্টেম্বর ২০২৪ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য তিনি এআহবান জানান।
এসময় তিনি টিআরসিদের উদ্দেশ্যে বলেন- ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দেশের সম্পদ রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধ দমনে পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরো বলেন, নিজেদের ও পুলিশ বাহিনীর স্বার্থে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। প্রত্যাশা থাকবে আমরা যেন একসাথে কাজ করে পুলিশ বাহিনীকে আরও আধুনিক, গতিশীল ও জনগণের আস্থার জায়গায় পরিণত করতে পারি। মনে রাখতে হবে পুলিশ জনগনের শাসক নয়, সেবক।
পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল (পিএসটিএস), কমান্ড্যান্ট অ্যাডিশনাল ডিআইজি. ড. মো. আব্দুস সোবহান পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশ, এপিবিএন (পার্বত্য চট্টগ্রাম)ডিআইজি নজরুল ইসলাম, রাঙ্গামাটি পুলিশ সুপার ডক্টর এস এম ফরহাদ হোসাইন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, কাউখালী থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগসহ পিএসটিএস, বেতবুনিয়া, রাঙ্গামাটি এবং বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা, বীরমুক্তিযুদ্ধাগণ, রাজনৈতিক নেতাকর্মীসহ টিআরসিদের অভিভাবক, আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।
সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com