রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাউখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কাশখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মাহিন ভেজা শরীরে পানির মটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। পরিবারের সদস্যরা সেখান থেকে তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) সাইফুল ইসলাম সোহাগ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com