ডেস্ক রিপোট:- পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার মো. ইকবাল বাহারকে আটক করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম জানান, ইকবাল বাহার এখন ডিবি হেফাজতে আছেন।
সর্বশেষ রাজধানীর রাজারবাগ টেলিকমের অতিরিক্ত আইজিপি ছিলেন বাহার। এর আগে তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। বাহারের জন্ম ১৯৬১ সালের ৩১ ডিসেম্বর। তার গ্রামের বাড়ি পাবনা জেলার সদর উপজেলায়।
উল্লেখ্য, ২০১৯ সালে স্বাভাবিক অবসরে যান বাহার।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com