রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা দিঘিনালা সড়কের ১১ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ প্রসীত গ্রুপের নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর দুই কালেক্টরকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
শুক্রবার (২০জুন) এমন তথ্য জানানো হয়, সিক্স বেঙ্গল বাঘাইহাট জোনের পক্ষ থেকে। আটককৃতরা হলেন, সুবেল চাকমা (৪২) ও বিন্দুময় চাকমা (৪২)।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ইউপিডিএফ’র দুই কালেক্টরকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, চাঁদাবাজির রশিদ, নগদ অর্থ, চাপাতি, রামদা, মোবাইল সহ বিভিন্ন নিষিদ্ধ মালামাল জব্দ করা হয়েছে।
সেনাবাহিনীর বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ রানা বলেন, ইউপিডিএফ দীর্ঘদিন মারিশ্যা দিঘিনালা সড়কের ১১ কিলো ও শুকনা ছড়া এলাকায় অবস্থান নিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিলো। তাই গোপন সংবাদ পেয়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। সাধারণ মানুষের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবির জানান, আটকের আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com