রাঙ্গামাটি:- পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) রাঙ্গামাটি জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ বৃহষ্পতিবার বিকেলে রাঙ্গামাটি প্রেসক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে মোহাম্মদ সোলায়মানকে সভাপতি, ডা. মুহাম্মদ ইব্রাহিমকে সাধারণ সম্পাদক ও এডভোকেট নুর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
পিসিএনপির রাঙ্গামাটি জেলা সভাপতি শাব্বির আহমেদ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান কাজি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট পারভেজ তালুকদার।
আলোচনা শেষে পূর্বের জেলা কমিটি বাতিল ঘোষণা করেন কেন্দ্রীয় চেয়ারম্যান। পরে উপস্থিত স্থায়ী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে পিসিএনপির রাঙামাটি জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাওলানা আবু বকর, এস এম জি আজম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইবরাহিম, এডভোকেট রহমতউল্লাহ, হিরো তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, ছগির আহমেদ, অর্থ সম্পাদক সেলিম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক মো: আলমগীর হোসেন, সদস্য এডভোকেট পারভেজ তালুকদার, আব্দুল কাইয়ুম ও মোরশেদা আক্তার।
আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেয় কেন্দ্রীয় কমিটি। প্রেস বিজ্ঞপ্তি :
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com