রাঙ্গামাটি;- রাঙ্গামাটির কাপ্তাই থানা হাজতের গ্রিল কেটে পালানো চুরির মামলার আসামি সাগর (২২) অবশেষে আবারো গ্রেপ্তার হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাপ্তাইয়ের নতুনবাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
এর আগে বুধবার (১১ জুন) ভোরে সাগরকে স্বর্ণ ও নগদ টাকা চুরির অভিযোগে গ্রেপ্তার করে কাপ্তাই থানা পুলিশ। তবে একইদিন সকাল ৯টার দিকে থানার হাজতের গ্রিল কেটে পেছনের দিক দিয়ে পালিয়ে যায় সে। এ ঘটনায় থানায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পুলিশের উপরও ব্যাপক চাপ তৈরি হয় আসামিকে দ্রুত গ্রেপ্তারের জন্য।
হাজত থেকে আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থার প্রশ্ন উঠেছে। এর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়েও আলোচনা শুরু হয়।
কাপ্তাই থানার পরিদর্শক (তদন্ত) মো. অলি উল্লাহ জানান, ‘সাগরের বিরুদ্ধে পূর্বে চুরির মামলা রয়েছে। হাজত থেকে পালানোর ঘটনায় নতুন করে পুলিশের পক্ষ থেকে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। তাকে রাঙ্গামাটি আদালতে পাঠানো হবে।’
ঘটনা সম্পর্কে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম বলেন, ‘থানা হাজত থেকে আসামি পালানোর ঘটনা নিঃসন্দেহে পুলিশের জন্য বিব্রতকর। ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম মাঠে নামানো হয় এবং টানা অভিযানের মাধ্যমে পালানো আসামিকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com