রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ সাঁতরে পার হতে গিয়ে দীপেন চাকমা (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে জেলা শহরের রাজবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ দীপেন রাঙামাটির রাজদ্বীপ এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন ও রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
নিখোঁজ দীপেন চাকমার দাদু সঞ্চয় চাকমা জানান, দীপেন বুধবার দুপুরে রাজবন বিহারের ঘাট থেকে চক্রপাড়া (রাজদ্বীপ) যাওয়ার জন্য বোটের জন্য অপেক্ষা করছিল। কিন্তু পরে বোট আসতে দেরি হলে সে তার তিনজন বন্ধুদের সঙ্গে সাঁতরে হ্রদ পার হতে গিয়ে হ্রদের মাঝখানে গিয়ে তলিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত প্রচেষ্টা করেও তাকে উদ্ধার করা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙ্গামাটি কার্যালয়ের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নুরুল হুদা জানান, বুধবার সন্ধ্যা পর্যন্ত দীপেন চাকমাকে উদ্ধার করা যায়নি। তাই আজকের মতো উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) আবারও উদ্ধার অভিযান চালানো হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com