ডেস্ক রিপোট:- জনপ্রিয় ভারতীয় টেলিভিশন অভিনেত্রী বিনীতা চ্যাটার্জি আবারও আলোচনায়। সম্প্রতি ভারতের বৃন্দাবনে বিয়ে করেছেন তিনি। তবে এই খবর সামনে আসার পরই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে তার ‘তৃতীয় বিয়ে’-র গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা কটাক্ষ, প্রশ্নবাণে বিদ্ধ হন অভিনেত্রী।
তবে এবার নিজেই মুখ খুলে সেই জল্পনায় ইতি টানলেন বিনীতা। জানালেন, এটি তার তৃতীয় বিয়ে নয়। বরং, তিনি আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আগের সঙ্গী বদ্রীনাথ বিশালের সঙ্গেই। এক সাক্ষাৎকারে বিনীতা বলেন, আলাদা কারও সঙ্গে নয়, একই পাত্রের সঙ্গেই দ্বিতীয়বার গাঁটছড়া বেঁধেছি। চলতি বছরের নভেম্বর মাসে বিড়লা মন্দিরে সামাজিক রীতিতে বিয়ের আয়োজন করা হবে। তার কথায়, স্বয়ং নারায়ণের ইচ্ছাতেই আমরা এক হয়েছি। তিনি জানান, প্রথম বিয়েটি হয়েছিল কেদারনাথ সফরের সময়। গৌরীকুণ্ডের নীচে সোনপ্রয়াগের একটি মন্দিরে ধর্মীয় রীতিতে বিয়ে করেন তারা।
প্রেমের শুরুটা বিশালের একতরফা ছিল। শুরু থেকেই বিনীতাকে পছন্দ করতেন তিনি। তবে অভিনেত্রী প্রথমদিকে তেমন সাড়া দেননি। পরে এক বছরের পরিচয়ের পর তারা একসঙ্গে অফিস ট্রিপে কেদারনাথ যান, যেখানে উপস্থিত সহকর্মীদের সামনেই বিয়ের সিদ্ধান্ত নেন।
২০১৬ সালে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মেম বউ’-তে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন বিনীতা চ্যাটার্জি। দীর্ঘ ৯ বছর পর ব্যক্তিগত জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে তিনি আবারও ফিরে এসেছেন আলোচনার কেন্দ্রে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com