রাঙ্গামাটি:- টানা বৃষ্টিপাত হওয়ায় রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। ফলে পানির ওপর নির্ভরশীল দেশের একমাত্র কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
সোমবার (২ জুন) সকাল ১০টায় কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, চলতি সপ্তাহে লাগাতার বৃষ্টিপাত হওয়ার ফলে ৫টি ইউনিটের মধ্যে ৪টি ইউনিট হতে ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে।
এর ২ মাস আগে পানি স্বল্পতার ফলে একটিমাত্র ইউনিট হতে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তিনি আরোও জানান, এত দিন কাপ্তাই হ্রদে পানি বাড়লে আমরা বাকি ১টি ইউনিটও চালু করতে পারব।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com