কক্সবাজারে:- কক্সবাজারের কুতুবদিয়ায় রাস্তায় এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। রবিবার (১ জুন) সকাল ১১টার দিকে দক্ষিণ ধুরুং ইউনিয়নের পশ্চিমে আকবর শাহ সড়কের পাশ থেকে জীবিত (ছেলে) নবজাতক শিশুটি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
পুর্ব আলী ফকির ডেইল গ্রামের সাজেদ উল্লাহর পুত্র নজরুল জানান, রবিবার সকালে সড়কের পাশে ব্রিজের নীচে তিনি মাছ ধরার জাল বসান। সকাল ১১টার দিকে বৃষ্টির মাঝে অজ্ঞাত পরিচয়ের একটি রিক্সা থেকে রাস্তার পাশে পলিথিনে মোড়ানো পোটলা ফেলে দ্রুত চলে যায়। পরে তিনি শিশু বাচ্চার কান্নার শব্দ শুনতে পান।
বিষয়টি বাড়িতে গিয়ে তার মা ছফুরাকে জানালে দ্রুত এসে তিনি শিশুটিকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ছফুরা বলেন, কার বাচ্চা, কী পরিচয়- জানার প্রয়োজন মনে করি নাই। আগে জীবন বাঁচানো জরুরি মনে করেছি। তবে কাউকে দত্তক দেবেন না, নবজাতকটি নিজেই লালনপালন করবেন বলেও জানান তিনি ।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রেজাউল হাসান বলেন, উদ্ধারকৃত নবজাতক এখন শংকামুক্ত। বৃষ্টিতে ভেজায় অক্সিজেন দেয়া হচ্ছে। আশা করি দ্রুত সুস্থ হবে। এদিকে রাস্তায় নবজাতক উদ্ধার হওয়ার খবরে হাসপাতালে উৎসুক জনতা ভীড় করছেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com