ডেস্ক রিপোট:- মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামে একটি খালপাড় থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতককে (ছেলে) উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ মে) ভোরে কে বা কারা খালপাড়ে এই নবজাতকটিকে ফেলে রেখে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে কৃষিকাজে বের হয়ে বাচ্চার কান্নার শব্দ শুনতে পান মোহাম্মদ মোস্তফা নামের এক কৃষক। উৎস খুঁজতে গিয়ে খালপাড়ে টাওয়ালে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে দেখতে পান তিনি। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় মুজিবুল হকের কাছে নিয়ে যান।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে, কৌতুহলবসত অনেক মানুষ ছুটে আসে। পরবর্তীতে সবার সম্মতিতে শিশুটিকে খোরশেদ আলম নামের এক নিঃসন্তান ব্যবসায়ী পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে তাদের তত্ত্বাবধানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নবজাতক শিশুটি ।
স্থানীয় রতন বড়ুয়া নামে এক বাসিন্দা বলেন, ‘সকালে নবজাতকটির কান্নার শব্দ শুনে মোস্তফা নামে একজন বাড়িতে নিয়ে যান। পরে এলাকায় বিষয়টি জানাজানি হলে সবাই এগিয়ে আসেন। পরে সবার সিদ্ধান্ত অনুযায়ী খোরশেদ আলমের পরিবারে শিশুটিকে তুলে দেওয়া হয়।’
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com