রাঙ্গামাটি:- রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে শুরু হয় ভোটগ্রহণ। এ ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।
রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মিহির বরণ চাকমা। তবে হাড্ডাহাডি লড়াই চলে সাধারণ সম্পাদক পদে। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অ্যাডভোকেট বিপ্লব চাকমা ও অ্যাডভোকেট মো. আবছার আলী। অবশেষে বিজয়ের মুকুট পরেন অ্যাডভোকেট বিপ্লব চাকমা।
এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট উজ্জল তঞ্চঙ্গ্যা। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শহীদুল ইসলাম। এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শাহীদা আক্তার, অ্যাডভোকেট মো. রহমত উল্লাহ, অ্যাডভোকেট জীবন চাকমা, অ্যাডভোকেট দীপন চাকমা ও অ্যাডভোকেট মো. মাসুম রহিম।
রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের এবার ভোটার সংখ্যা ছিল মোট ৯৪ জন। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট উথোয়াই মং মারমা। এ ছাড়া নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট মো. সালাউদ্দীন ও অ্যাডভোকেট পারভিন আক্তার।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com