রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বরকল উপজেলার ভূষণছড়ায় গণহত্যার বিচার ও ভূষণছড়ার নিরীহ চারশোর অধিক বাঙালি হত্যার সাথে জড়িত সকল খুনীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র নেতৃবৃন্দরা।
(৩০ মে) শুক্রবার দুপুরে জুমার নামাজের পর জেলা শহরের কাঠালতলী এলাকায় অনুষ্ঠিত শোকসভায় এই দাবি জানান বক্তারা।
বক্তারা বলেন, ১৯৮৪ সালের ৩১শে মে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) তৎকালীন সশস্ত্র শাখা ‘শান্তিবাহিনী’ কর্তৃক নৃশংস গণহত্যার শিকার হন বরকল উপজেলার ভূষণছড়ার চারশোরও অধিক বাঙালি। এত বছর পরও এ হত্যাকান্ডের বিচার এখনো হয়নি। অভিলম্বে এ হত্যার বিচার করতে সরকারের কাছে জোর দাবি জানান তারা।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি ) রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও পিসিসিপি পৌরশাখার সভাপতি পারভেজ মোশাররফ হোসেন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, পিসিসিপি’র জেলা শাখার যুগ্ম সম্পাদক মহিউদ্দিন নুহাশ,
অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক ইসমাইল গাজী, পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবুসহ অন্যান্যরা। শোকসভায় নিহদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com