ডেস্ক রির্পোট:- ইসরাইলি বিমান হামলায় গাজায় আরেক সাংবাদিকের মৃত্যু হয়েছে। এতে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত নিহত সাংবাদিকের সংখ্যা ২২০ জনে দাঁড়িয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়, নিহত সাংবাদিকের নাম হাসান মাজদি আবু ওয়ার্দা। স্থানীয় সংবাদ সংস্থা বারক গাজার পরিচালক ছিলেন তিনি। উপত্যকাটির উত্তরাঞ্চলের জাবালিয়ার নাজলা এলাকায় অবস্থিত ওয়ার্দার বসতবাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। এতে তার সঙ্গে পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় মিডিয়া। ইসরাইলের এমন হামলাকে সাংবাদিকদের বিরুদ্ধে ধারাবাহিক ও পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিহিত করেছে তারা। এছাড়া বিশ্বের মানবাধিকার ও গণমাধ্যম সংগঠনগুলোর প্রতি ইসরাইলের এমন ইচ্ছাকৃত অপরাধের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানোর আহ্বান জানানো হয়েছে। গাজায় ইসরাইলি হামলার মধ্যে শুরু থেকেই জীবনের ঝুঁকিতে রয়েছেন সাংবাদিকরা। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও তারা নিয়মিত তথ্য ও চিত্র সরবরাহ করে আসছেন। যা আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে নিয়মিত প্রকাশিত হচ্ছে। কিন্তু ইসরাইলের টার্গেটেড হামলায় একের পর এক সংবাদকর্মী প্রাণ হারাচ্ছেন। যা বেশ উদ্বেগের। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-ইসরাইল সংঘাত শুরুর পর থেকে গাজায় যে নারকীয় তাণ্ডব শুরু করেছে নেতানিয়াহুর বাহিনী, তাতে এখন পর্যন্ত ৫৩ হাজার ৯০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ব্যাপক বোমা হামলায় গাজার হাসপাতাল, স্কুল, আশ্রয়কেন্দ্রসহ নাগরিক অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com