খাগড়াছড়ি:- খাগড়াছড়ির দীঘিনালায় অভিযান চালিয়ে প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের বিদেশি সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এসময় দুইজন গ্রেফতার করা হয়। শুক্রবার (২৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দীঘিনালার ১নং মেরুং ইউনিয়নের পুলিশ ফাঁড়ির সামনে একটি মাহেন্দ্র গাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় দশটি প্লাস্টিকের বস্তায় ১৪ হাজার প্যাকেট বিদেশি ওরিস ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। এসময় দুই সহোদর মোঃ সেলিম (২৬) ও মোঃ কাশেম (২১)কে গ্রেফতার করা হয়।
তারা মেরুং ইউনিয়নের সোবাহানপুর গ্রামের মোঃ শামছুল আলমের সন্তান। এসময় রেজিস্ট্রেশনবিহীন দুইটি মাহেন্দ্র গাড়ি জব্দ করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে প্রায় ১৬ লক্ষ টাকার সিগারেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com