ডেস্ক রির্পোট:- বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও মিয়ানমারের রাখাইন নিয়ে একটি খ্রিষ্টান রাষ্ট্র করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপনুরুল হক নুর। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশিন চ্যানেলের টকশো অনুষ্ঠানে এমন অভিযোগ করেন তিনি।
নুর বলেন, ‘যদি ওই করিডর দেওয়া হয়, এটাকে কেন্দ্র করে যেটা আমরা শুনতেছি অনেকদিন ধরে, এখানে এই পার্বত্য চট্টগ্রাম ও রাখাইন এই অঞ্চল কিনে একটা খ্রিস্টান রাষ্ট্র করা একটা চক্রান্ত চলছে। তো সেক্ষেত্রে এখন বাংলাদেশের এই করিডোর যদি দেওয়া হয় এটা কিন্তু বিপদের কারণ হবে এবং ইতিমধ্যে আমরা খুব উদ্বিগ্ন হচ্ছি।’
নুরুল হক নুর আরও বলেন, ‘বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছে তারা অনেকেই বিশেষ করে আপনার পশ্চিমা এবং মার্কিন বলয়ের লোক। আমরা ইতিমধ্যেই আমাদের কক্সবাজারের সীমান্ত ব্যবহার করে ওইখানে মিয়ানমারে মানবিক সহায়তা পাঠানোর নামে একটা করিডর তৈরি হবে শুনতে পাচ্ছি। এটা আমাদের জন্য কিন্তু একটা ভয়ঙ্কর বিপদের কারণ হবে।’
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com