রাঙ্গামাটি:- পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) জাতীয় ঐকমত্য কমিশনের কাছে “তিন পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাব দাবির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদ সংগঠনটিকে নিষিদ্ধের দাবিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২মে) সকালে রাঙ্গামাটি জেলা শহরের বনরূপা এলাকায় উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, ইউপিডিএফ একটি সশস্ত্র সন্ত্রাসী দল। পার্বত্য চট্টগ্রামে অত্যাচার, হত্যাকান্ড, অপহরণ এবং চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকান্ডে জড়িত। এখন সেই সন্ত্রাসী সংগঠনটি পার্বত্য চট্টগ্রামে স্বায়িত্ব শাসন চাচ্ছে। সশস্ত্র সন্ত্রাসী সংগঠনটিতে রাজনৈতিক ভাবে বৈধতা প্রদান করা দেশের জন্য একটি বিপর্যয় ডেকে আনতে পারে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। দেশের অখন্ড পার্বত্য চট্টগ্রামকে রক্ষায় সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফকে অবিলম্বে নিষিদ্ধ, ইউপিডিএফের অবৈধ অস্ত্রধারীদের আইনের আওতায় আনতে হবে।
ইউপিডিএফকে নিষিদ্ধ করা না হলে তিন পার্বত্য জেলার শান্তিকামী মানুষকে নিয়ে পুরো পার্বত্য চট্টগ্রামকে অচল করে দেওয়া হবে বলে সমাবেশে বক্তারা হুঁশিয়ারী প্রদান করেন।
এর আগে রাঙামাটি পৌরসভা চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মহাসমাবেশে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) জেলা কমিটির সভাপতি মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পিসিএনপি’র, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পিসিসিপি রাঙ্গাঙামাটি জেলা শাখার জেলা শাখার সাধারণ সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক ইসমাঈল গাজী, পিসিসিপি লংগদু উপজেলা শাখার সভাপতি মো: সুমন প্রমুখ।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com