রাঙ্গামাটি :- শুদ্ধ সঙ্গীতের অঙ্গীকার, সংস্কৃতির আলোকবতিকা—এই স্লোগানকে ধারণ করে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে যাত্রা শুরু করল নতুন সাংস্কৃতিক সংগঠন ‘নবনন্দন সঙ্গীতালয়’।
মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। এতে সভাপতিত্ব করেন নবনন্দন সঙ্গীতালয়ের সভাপতি, বিশিষ্ট শিক্ষক অনির্বাণ বড়ুয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সুরকার, গীতিকার ও সঙ্গীতশিল্পী রঞ্জিত দেওয়ান এবং রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মান্না। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মিলন ধর।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, “পার্বত্য চট্টগ্রামের ১৩ ভাষাভাষী ১৪টি জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি রয়েছে। নবনন্দন সঙ্গীতালয়ের প্রতি আহ্বান থাকবে—শুদ্ধ সংগীত চর্চার পাশাপাশি এই সংস্কৃতিগুলো সংরক্ষণের জন্যও কাজ করবে।”
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com