রাঙ্গামাটি :- রাঙ্গামাটি পার্বত্য জেলায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনের লক্ষ্যে জেলা প্রশাসকের উদ্যোগে ‘ত্রিপক্ষীয় সভা’ নামে অভিভাবক সভার যাত্রা শুরু হয়েছে। মে ২০২৫ থেকে শুরু হওয়া এই মাসিক সভার উদ্দেশ্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া আরও সুদৃঢ় করা।
রাঙ্গামাটি সদর উপজেলার রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)। রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো: সাইদুজ্জামান, সহকারী কমিশনারবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।
জেলা প্রশাসক সভায় SMART (Specific, Measurable, Achievable, Relevant, Time bound) মডেলের উল্লেখ করেন, যার মাধ্যমে সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে গঠনমূলক পদক্ষেপ নেওয়া সহজ হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বড় স্বপ্ন দেখার আহ্বান জানান এবং অভিভাবকদেরকে সন্তানের প্রতি আরো যত্নবান ও সচেতন হওয়ার অনুরোধ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বলেন, “সন্তানের সাফল্যে অভিভাবকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই অভিভাবকদের আরও আন্তরিক হতে হবে।”
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com