ডেস্ক রির্পোট:- বৈষম্যবিরোধী আন্দোলনের এক হত্যা মামলায় চিত্রনায়িকা নিপুণ আক্তার, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ জন শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভাটারা থানার ওসি (তদন্ত) সুজন হক মঙ্গলবার (২৯ এপ্রিল) সাংবাদিকদের জানিয়েছেন, ‘নিপুণ আক্তার, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়াদের বিরুদ্ধে এখনো মামলা হয়নি। তবে যেহেতু আমরা আদালতের নির্দেশনা পেয়েছি, তাই মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। কিন্তু আসামির তালিকা অনেক লম্বা হওয়ায় মামলা হতে একটু সময় লাগছে।’
এনামুল হক নামের এক ব্যক্তি মার্চ মাসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জন এবং অজ্ঞাতনামা আরো তিন-চার শ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে এ মামলার আবেদন করেন।
ভাটারা থানার ওসি জানান, ‘আজ বিকেল কিংবা আগামীকালের মধ্যে আইনি প্রক্রিয়ায় মামলাটি চূড়ান্ত হবে।’
প্রক্রিয়াধীন এ মামলায় আসামির তালিকায় আরো রয়েছেন অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিমসহ ১৭ জন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com