খাগড়াছড়ি:- খাগড়াছড়ির দীঘিনালায় অভিযান চালিয়ে ইউপিডিএফ প্রসীত গ্রুপের এক সশস্ত্র সদস্যকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। সোমবার (২৮ এপ্রিল) সকালে শুকনাছড়া এলাকায় অভিযান চালিয়ে বিদ্যুত চাকমা (৪৪) নামে ওই ব্যক্তিকে ধাওয়া দিয়ে আটক করা হয়। এ সময় চারজন সহযোগী সন্ত্রাসী পালিয়ে গেলেও, ঘটনাস্থল থেকে দেশীয় একটি লাইটগান (এলজি), দুই রাউন্ড গুলি এবং চাঁদা আদায়ের সামগ্রী উদ্ধার করা হয়।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ইউপিডিএফ প্রসীত গ্রুপের সদস্যরা দীঘিনালা-বাঘাইহাট সড়কে চাঁদা আদায়ের জন্য অবস্থান নিয়েছে। এমন তথ্য পেয়ে খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোন সদর থেকে মেজর মো. আবু নাঈম খন্দকারের নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ও পুলিশ যৌথভাবে দুই ভাগে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে চাঁদাবাজ চক্রের সদস্যরা নিরাপত্তা বাহিনীকে দেখে পালানোর চেষ্টা করে। তারা পাহাড়ের ঢাল বেয়ে নিচে ঝাঁপ দেয়। তবে সাহসিকতার পরিচয় দিয়ে মেজর নাঈম নিজেও পাহাড় থেকে ঝাঁপ দিয়ে বিদ্যুত চাকমাকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে আরও দুই সেনা সদস্য সহযোগিতা করে বিদ্যুত চাকমাকে আটকাতে সক্ষম হন।
আটকের সময় বিদ্যুত চাকমার সঙ্গে থাকা তিনটি শপিং ব্যাগ থেকে মোবাইল ফোন (চার্জারসহ), আদায়কৃত নগদ অর্থ, চাঁদা আদায়ের রশিদ এবং একটি নোটবুক উদ্ধার করা হয়।
পরে আটক ব্যক্তির দেয়া তথ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর আরেকটি অভিযান পরিচালনা করে ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে একটি দেশীয় লাইটগান (এলজি) এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পলাতক অন্য সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তারা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com