খাগড়াছড়ি:- পার্বত্য খাগড়াছড়ি জেলার ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণকারবারি পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে ইউপিডিএফ (মূল) এর গোপন আস্তানা থেকে গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই অভিযানটি গত ১৬ এপ্রিল ২০২৫ তারিখে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থীকে উদ্ধারের লক্ষ্যে পরিচালিত হয়।
আজ সোমবার ২১ এপ্রিল ভোরে সেনাবাহিনী অভিযান চালিয়ে ইউপিডিএফ (মূল) এর শীর্ষ সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পায়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরবর্তী তল্লাশিতে আস্তানা থেকে পিস্তলের গুলি, তিন জোড়া পোশাক, ১৯টি ইউনিফর্মের প্যান্ট, একটি ল্যাপটপ, ওয়াকি-টকি সেট, দুটি মোবাইল ফোন, একটি মাইক্রোফোন, ক্যামেরা, প্রিন্টার, সেলাই মেশিন, তাবু, নেট, জিম্মি ধরার লোহার চেইন, খাবারের উপকরণ, প্রোপাগান্ডা সামগ্রী এবং চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানায়, এটি ইউপিডিএফ (মূল) এর খাগড়াছড়ি সমন্বয়ক অংগ্যা মারমার অস্থায়ী আস্তানা ছিল, যা সাধারণ ঘরের মতো দেখতে। তালাবদ্ধ ঘরে সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে তল্লাশি করা হয়। অপহৃত শিক্ষার্থীদের না পাওয়া গেলেও নিরাপত্তা বাহিনী জানিয়েছে, উদ্ধার অভিযানে প্রয়োজনে প্রতি ইঞ্চি জমি তল্লাশি করা হবে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
উল্লেখ্য, ১৬ এপ্রিল খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে পাঁচ শিক্ষার্থী অপহৃত হয়, যা ইউপিডিএফ (মূল) অস্বীকার করলেও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। সেনাবাহিনী জানিয়েছে, পাহাড়ের শান্তি ও সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টিকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com