বান্দরবান:- খাগড়াছড়ি থেকে অপহৃত পাঁচ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মধ্যে রয়েছেন বান্দরবানের আলীকদম উপজেলার সীমান্ত এলাকার এতিম লংঙি ম্রো। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৩-২৪ সালের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
লংঙি ম্রোর বাড়ি বান্দরবানের আলীকদম উপজেলার দূর্গম কুরুকপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রেংপু নিয়াদুই কারবারী পাড়ায়, যা বাংলাদেশ- মিয়ানমার সীমান্তবর্তী একটি দুর্গম এলাকা।
পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই ও দুই বোনের মধ্যে লংঙি ম্রো তৃতীয়। তার বাবা গত বছর মারা যান, ফলে তিনি এতিম। বড় ভাই লেখাপড়া না করে জুমচাষ করে ছোট ভাই লংঙি ম্রোকে উচ্চশিক্ষায় পড়াশোনা করাচ্ছেন।
৪নং কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, এলাকাটি খুবই দুর্গম। আলীকদম সদর থেকে গাড়িতে এক ঘণ্টায় পোয়ামুহুরী, সেখান থেকে একদিন পায়ে হেঁটে গিয়ে নিয়াদুই পাড়ায় পৌঁছাতে হয়।
লংঙি ম্রোর অপহরণের খবর আমরা তার মা ও ভাইকে জানিয়েছি। ম্রো সম্প্রদায়ের লোকজন খুবই চিন্তিত বলে জানিয়ে অবিলম্বে সব শিক্ষার্থীর মুক্তি দাবি করেছেন তিনি।
অপহৃত অন্য শিক্ষার্থীরা হলেন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের মৈত্রী ময় চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরা। তারা সবাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com