ডেস্ক রির্পোট:- স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশ-ভারত সম্পর্ক রয়েছে আলোচনায়। সম্প্রতি বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। অন্যদিকে, ভারত থেকে স্থল পথে সুতা আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ।
এমন পরিস্থিতিতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই ভারতের।
সরকারি সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নিজেদের বিমানবন্দর ও স্থল বন্দরের জট কমাতে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত।
ভারত সরকারের ওই সূত্র নিশ্চিত করেছে, এই পদক্ষেপে নেপাল ও ভুটানের দিকে বাংলাদেশি পণ্যের রপ্তানি, যা ভারতের ভূখণ্ড দিয়ে যায়, সেটি প্রভাবিত হবে না।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের আগেই গত মার্চ মাসে বাংলাদেশ তিনটি বন্দর বন্ধ ও সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। তবে সুতা আমদানি সংক্রান্ত নির্দেশনা গত সপ্তাহে জারি করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
এ ছাড়া গত জানুয়ারিতে বেনাপোল কাস্টমস হাউজে বাংলাদেশ সতর্কতা বাড়ানোর যে ঘোষণা দিয়েছিল সেটিও দুই দেশের বাণিজ্য বাধাগ্রস্ত করা হয়েছিল বলে দাবি করেছে তারা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com