ডেস্ক রির্পোট:- অন্তর্বর্তী সরকারের কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি অগ্রাধিকার তালিকায় রাখার দাবিতে চুক্তি বাস্তবায়নের সপক্ষে শনিবার (১৯ এপ্রিল) রাজধানীতে দিনব্যাপী কর্মসূচি করবে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে গণসংযোগ, পথসভা ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি শুরু হয়। সন্ধ্যায় উত্তরাতে গিয়ে দিনব্যাপী চলা এই গণসংযোগের সমাপ্তি টানা হবে। গণসংযোগকালে অনুষ্ঠিত হবে ছয়টি পথসভা। প্রথম পথসভাটি হবে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে। এরপর প্রেসক্লাব, শাহবাগ, ফার্মগেট, মিরপুর-১০ ও উত্তরার রাজলক্ষ্মীতে পথসভা করা হবে।
দিনব্যাপী কর্মসূচির রুটটি হলো– বাহাদুর শাহ পার্ক-প্রেসক্লাব-টিএসসি-শাহবাগ-ফার্মগেট-শ্যামলী-মিরপুর ১-মিরপুর ১০-ইসিবি চত্ত্বর-বিমানবন্দর-উত্তরা। পথসভাগুলোতে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাসদের সাধারণ সম্পাদক বজলুল রশীদ ফিরোজ, দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফন্ট, বিসিএলের নেতারা বক্তব্য রাখবেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট নাগরিক ও মানবাধিকার কর্মীরা ওই কর্মসূটি সংহতি জানাবেন। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের দুই যুগ্ম সমন্বয়কারী মানবাধিকারকর্মী জাকির হোসেন ও অধ্যাপক খায়রুল ইসলাম চৌধুরী এক যুক্ত বিবৃতিতে শনিবারের কর্মসূচি সফল করতে রাজধানীবাসীকে আহ্বান জানান এবং প্রশাসনের সংশ্লিষ্টদের সহায়তা কামনা করেছেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com