আবদুল্লাহ আল নোমান,বাঘাইছড়ি (রাঙ্গামাটি):- রাঙ্গামাটি জেলা বাঘাইছড়ি উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালিত হয়েছে
সোমবার (১৪ এপ্রিল) ১ লা বৈশাখ সকালে উপজেলা পরিষদ ভবনের সম্মুখ হতে আনন্দ শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে আলোচনা সভা ও
সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা জামায়াতে আমীর মাওলানা কবির আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম সহ প্রশাসনের সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ শিক্ষক, সহ উপস্থিত ছিলেন,
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রশাসনের আয়োজনে সকলে পান্তা ভোজে অংশগ্রহণ করে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com