রাঙ্গামাটি:- সারাদেশের ন্যায় পার্বত্য জেলা রাঙ্গামাটিতে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলার ১০টি উপজেলায় ৩০ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৮৭ জন।
এর মধ্যে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ৬১ জন। যার মধ্যে ছাত্র ১৪ ও ছাত্রী ৪৭ জন। এরমধ্যে সবচেয়ে রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮ ও রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্র ৭ জন।
মাদ্রাসায় অনুপস্থিত ৯ জন, যার মধ্যে ছাত্র ৩ ও ছাত্রী ৬ জন। ভোকেশনালে অনুপস্থিত ৮ জন, যার মধ্যে ছাত্র ২ ও ছাত্রী ৬জন। মোট ছাত্র অনুপস্থিত ১৯ ও ছাত্রী ৫৯ জন।
এসএসসি ২১ ভোকেশনাল ৯টি মাদ্রাসায় ১৪ কেন্দ্রে মোট ৯ হাজার ১১০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। যার মধ্যে এসএসসিতে ৬ হাজার ৯০ জন, ভোকেশনালে ৭৪৭ জন, মাদ্রাসায় ৬৬৯ জন পরীক্ষার্থী।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com