খাগড়াছড়ি:- খাগড়াছড়ির চেঙ্গী নদীতে শামুক খোঁজতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সকালে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ার নলছড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এতে রিয়া চাকমা (২০) ও পিয়াসি চাকমা (১৪) নামে দুই শিশুর মৃত্যু হয়। পিয়াসি চাকমা একই এলাকার বিদেশী চাকমা এবং রিয়া চাকমা একই এলাকার রূপায়ন চাকমার মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন জানান, সকাল পৌনে ১১ টার দিকে ভাইবোনছড়ার পাশে চেঙ্গী নদীর পাড়ে ৫ বন্ধু শামুক খুঁজতে যায়। এসময় শরীরের ভারসাম্য হারিয়ে রিয়া চাকমা চেঙ্গী নদীতে পড়ে যায়। এসময় তাকে উদ্ধার করতে পিয়াসি চাকমাও নদীতে ঝাঁপ দেয়। নদীতে পানির গভীরতা বেশি থাকায় সেও ডুবে যায়। এ সময় সাথে থাকা বন্ধুরা স্থানীয় খবর দিলে নদীতে জাল ফেলে এক ঘন্টা পর দুই জনের মৃতদেহ উদ্ধার করে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com